Friday, July 1, 2016

আমিয়াকুম, সাতভাইকুম এবং নাফাকুম- বান্দরবানের গহীনে অবস্থিত তিনটি অসাধারণ জায়গা ।
ছবিতে কিংবা লিখে এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না, ৩-৪ দিন হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাতগুলোর উদ্দেশ্যে, দেখুন কত দারুণ জায়গাই না আছে আমাদের এই বাংলাদেশে !!!
এখানে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে বান্দরবান, সেখান থেকে লোকাল বাস বা চান্দের গাড়িতে করে থানছি (৮৪কিমি), থানছি থেকে নৌকায় ২ ঘণ্টার পথ রেমাক্রি ।
থানচি থেকে আপনাকে গাইড নিতে হবে, আর সাথে লাইক জ্যাকেট নিয়ে আসবেনঅবশ্যই ।
বিঃদ্রঃ কোথাও ঘুরতে গেলে খেয়াল রাখবেন আপনার দ্বারা বা আপনার সাথে যারা যাবে তাদের দ্বারা উক্ত স্থানের কোন ধরণের যেন ক্ষতি না হয়, যে কোন ধরণের উচ্ছিষ্ট (প্যাকেট/বোতল) যেখানে যেখানে না ফেলে সাথে করে নিয়ে আসবেন

No comments:

Post a Comment