Friday, July 1, 2016


নীলগিরি, যেখানে গেলে আপনি নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখতে পারবেন, যেখানে আপনার পাশ দিয়ে উড়ে যাবে রাশি রাশি শুভ্র মেঘের দল, পাহাড়ের বুক চিরে ছুটে চলা মেঘমালার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই ফ্যামিলি ট্যুরের জন্যে পারফেক্ট একটা জায়গা এই নীলগিরি
কিভাবে যাবেন? (একই সাথে চিম্বুক শৈলপ্রপাত সহ)
এই সৌন্দর্য উপভোগ করতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বান্দরবান শহরে
যদি আপনারা - জন বা ১০-১২ জন হয়ে থাকেন তাহলে শহর থেকে একটা জীপ/চান্দের গাড়ি সারা দিনের জন্যে রিজার্ভ নিতে পারেন সিটের গাড়ি ২৩০০ টাকা আর সিটের গাড়ি ২৮০০ টাকা নিতে পারে (টাকা যাই হোক অবশ্যই ভাল মত দরদাম করে নিবেন)
একা বা - জন হলে লোকাল গাড়িতে চড়তে হবে
একটা জীপ/চান্দের গাড়ি ভাড়া করে চিম্বুক, শৈলপ্রপাত নীলগিরি ঘুরে আসবেন সন্ধ্যার মধ্যেই আর রাতের বাসে ঢাকায়
তবে বান্দরবান এর আসল ঐশ্বর্য দেখতে হলে আপনাকে আরও একটু ভিতরে ঢুকতেহবে। / দিন পাহাড়ে হাঁটাহাঁটিকরতে হবে। আপনাদের হাতে সময় না থাকলে উপরের প্ল্যান মতই আপনারা ঘুরতে পারেন
আর যদি আপনাদের বাজেট একটু বেশি হয় তবে আপনারা নীলগিরি রিসোর্টে থাকতে পারেন, তাহলে আপনারা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে মেঘ দেখতে পারবেন, ভাগ্য ভাল থাকলে নিজ হাতে ছুঁয়েও দেখতে পারবেন
যদি রাতে বান্দরবান শহরে থেকে নীলগিরির মেঘ দেখতে চাইলে আপনাকে খুব ভোরেই জীপ/চান্দের গাড়িতে করে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিতে হবে, বেশি দেরি করলে মেঘ দেখতে পারার চান্স কম
কিছু জরুরী কথাঃ
যেখানেই ঘুরতে যান না কেন খেয়াল রাখবেন আপনার দ্বারা প্রকৃতির যেন কোন ধরণের ক্ষতি না হয়
অপচনশীল দ্রব্য যেমন চিপসের প্যাকেট, ড্রিংকসের বোতল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না

No comments:

Post a Comment