Wednesday, July 6, 2016

রাঙ্গামাটি ভ্রমণঃ
রাঙ্গামাটি বাংলাদেশর সুন্দরতম এবং বৃহত্তম জেলা । ঢাকা থেকে ের দুরুতব প্রায় ৩৪০ কি,মি । ।এ জেলায় রয়েছে ট্যুরিজমের অপার সম্ভাবনা । ।সময়ের পরিবর্তনে রাঙামাটি ভ্রমণ বিষয়ক তথ্যেও এসেছে অনেক পরিবর্তন তাই আসুন সবাইমিলে তইরী করি একটি যুগউপযগী রাঙ্গামাটি ভ্রমণ সহায়ক ফাইল ।
ঢাকা থেকে রাঙ্গামাটিঃ
হানিফ ,শ্যামলী এবং ইউনিক পরিবহণের সরাসরি বাস রয়েছে ঢাকা থেকে রাঙামাটি ভারা পরবে ৬২০/- টাকা
রাত ৮.৩০ এ রউনা হলে ভোর ছয়টায় নামায় দেবে পৌরসভা মোরে ।
থাকার ব্যাবস্থাঃ
হোটেল সাংহাই ঃ ০১৭৩০১৯৫৭৭৮
নিডস হিল ভিউ - বনরুপা, রাংগামাটি- ০১৭৩২৯২৩০১২
হোটেল সুফিয়া - ফিসারী ঘাট, কাঁঠালতলী, রাঙ্গামাটি।- ০১৫৫৩৪০৯১৪৯
হোটেল গ্রীণ ক্যাসেল- রিজার্ভ বাজার, রাঙ্গামাটি- ০১৮১৫৪৫৯১৪৬
রংধনু গেস্টহাউজ- বনরুপা, রাংগামাটি- ০১৮১৬৭১২৬২২, ০১৭১২৩৯২৪৩০
আকর্ষণীয় স্থানঃ
1.পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু
2.সুবলং ঝর্ণা
3.পেদা টিং টিং
4.উপজাতীয় যাদুঘর
5.টুকটুক ইকো ভিলেজ
6.রাইংখ্যং পুকুর
7.কাপ্তাই জাতীয় উদ্যান
8.কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে
9.কর্ণফুলী হ্রদ
10.       কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড
11.       রাজবন বিহার
12.       ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ি
13.       নৌ বাহিনীর পিকনিক স্পট
14.       চিৎমরম বৌদ্ধ বিহার
15.       বনশ্রী পর্যটন কমপ্লেক্ম
16.       বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থল
17.       ওয়াগ্গা চা এস্টেট
18.       সাজেক ভ্যালী
19.       ন-কাবা ছড়া ঝর্ণা
20.       বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
21.       কাট্টলী বিল
22.       তিনটিলা বনবিহার
যাতায়াতঃ
রাঙ্গামাটির রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, পর্যটন(ঝুলন্ত ব্রিজ), কাঠালতলীর ফিশারী এলাকা, তবলছড়ি নৌঘাট হতে লেকে ঘুরার জন্য বোট পাবেন।সারাদিন ঘুরার জন্য ১৫০০ টাকায় পেয়ে যাবেন ১৫ জন বসবার মত ইনজিল চালিত নৌকা ।


No comments:

Post a Comment