Thursday, July 7, 2016

ঘোড়াউতরা ন্দী - স্বচ্ছ পানি উত্তাল ঢেউ আর বাধ্ন হারা বাতাস এর অপার সৌন্দর্য নিকলী, কিশোরগঞ্জ
উত্তাল পানির ঢেউ আর দুরন্ত বাতাস একসাথে উপভোগ করার জন্য কক্সবাজার সেন্টমারটিন ছাড়া ও অন্যরকম একটা জায়গা অনেকদিন ধরেই খুজছিলাম, অবশেষে গত মাসে সেই সুযোগ টা এসেই গেল.. কাছের বন্ধুর গ্রামের বাঞ্যাজওয়ার দাওয়াতপেয়ে পার করে আসলাম দুরন্ত কিছু সময়
নদীর নাম টা ই অনেক সুন্দর #ঘোড়াউতরা যার অবস্থান কিশোরগঞ্জের নিকলী তে, সবসময় এত বাতাস আর এত উত্তাল ঢেউ থাকে যে বরষার সময় তা কোনভাবেই কক্সবাজার থেকে কম না... পানি একেবারে কাচের মত স্বচ্ছ.. বরষার পানি যখন আসে সব মাঠ ঘাট ভাসিয়ে এই ঘোড়াউতরা নদী হয়ে যায় সীমাহীন পানির জগত,প্রত্যেকটা বাড়ির ঘাটে বাধা থাকে ট্রলার অথবা বড় নাও... তখন চলাচলের একমাত্র রাস্তা নৌপথ।তখনকার সৌন্দর্য ছবি দেখিয়ে অথবা লিখে বুঝানো সম্ভব না।আমি নিজেও তিতাস পাড়ের ছেলে কিন্তু বরষার ঘোড়াউতরা র মত মুগ্ধ আমাকে আর কোন নদী করতে পারেনি.. এর এই অপার সৌন্দর্য র পেছনে তিনটা কারণ কাজ করছে...১ এর উত্তাল ঢেউ (বিশেষ করে সন্ধার ভাটার সময়)২ ক্রিস্টাল ক্লিয়ার পানি.. নিচের মাছ ও দেখা যায়৩ উড়িয়ে নিয়ে যাওয়ার মত বাতাস (সব সময় থাকে)
সময় আর সুযোগ করতে পারলে আমার মত সব ঘুরনচন্ডি রা ঘুরে আসবেন.. বৃথা মনে হবে না যাওয়া টা smile emoticon
#কিভাবে_যাবেন - ট্রেন বাস দুটো দিয়েই যাওয়া যায়ট্রেন দিয়ে গেলে কিশোরগঞ্জ এর এগারসিন্দুর দিয়ে ভাগলপুর নামবেন সেখান থেকে বাইকে করে দিলারপুর বাজার ঘাট বাইকের ভাড়া ৫০-৭০
আর বাস দিয়ে গেলে সায়দাবাদ থেকে কুলিয়ারচড় যাবেন সেখান থেকে বাইকে দিলারপুর বাজার ঘাটবাস ভাড়া ১৫০ করে আর বাইকে ৫০-৭০
দিলারপুর বাজার ঘাট থেকে বড় ট্রলার ভাড়া করতে পারবেন ঘন্টা প্রতি ২০০-২২০ টাকা করে
অবশ্যই দিলারপুর বাজারের বিখ্যাত ১ টাকা দামের পিয়াজু খেয়ে আসবেন smile emoticon
#কোথায়_থাকবেন- এই ট্যুরে আপনার একমাত্র যে সমস্যা হবে সেটা হল থাকার জায়গা.. যেহেতু থাকার জন্য কোন আবাসিক হোটেল সেখানে চিন্তা করা যায় না সেহেতু দুটো উপায় আছে.. ১ রাতে ভৈরব এসে পড়লেন সেখানে হোটেল আছে, ভৈরব আসতে সময় লাগবে ৫০-৬০ মিনিট২ সেখানে আপনার পরিচিত কেউ থাকলে তার বাড়িতে থাকলেন (আমি ও এটাই করেছিলাম


No comments:

Post a Comment